logo
  • ঢাকা সোমবার, ২৬ আগস্ট ২০১৯, ১১ ভাদ্র ১৪২৬

বখাটে স্টাইলে চুল না কাটতে সেলুন মালিকদের ওসির নির্দেশ

সিলেট প্রতিনিধি
|  ৩০ জুলাই ২০১৯, ১৫:২৪
চুল, বখাটে, দাড়ি
সেলুন মালিকদের সঙ্গে কানাইঘাট থানার ওসির বৈঠক
ছাত্র, তরুণ ও যুবকদের চুল-দাড়ি 'বখাটে’ ও ‘মডেলিং' স্টাইলে না কাটতে সেলুন মালিকদের নির্দেশ দিয়েছেন সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ।

bestelectronics
যদি কোনও ব্যক্তি এই নির্দেশ অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

নিজের কার্যালয়ে কানাইঘাট বাজারের সকল সেলুন ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করে এ নির্দেশ দেন ওসি।

এ সময় ওসি আব্দুল আহাদ সেলুন ব্যবসায়ীদের বলেন, কানাইঘাটে ছাত্র ও উঠতি বয়সের যুবকদের বখাটেপনা স্টাইলে চুল এবং দাড়ি ও গোঁফ মডেলিং করে কাটা যাবে না। 'বখাটে স্টাইলে' চুল কাটার পোস্টার সেলুন থেকে সরিয়ে ফেলতে হবে। এখন থেকে যারা এসব কথা অবজ্ঞা করে 'বখাটে স্টাইলে' চুল-দাড়ি কাটবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

জানতে চাইলে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আহাদ আরটিভি অনলাইনকে বলেন, 'বখাটে' স্টাইলে চুল কাটার বিষয়ে প্রায় সময়ই ছাত্র ও যুবকদের অভিভাবকরা ও শিক্ষকরা থানায় এসে মৌখিকভাবে অভিযোগ করেছেন। যে সকল ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ,  তারা সবাই সপ্তম থেকে একাদশ শ্রেণির ছাত্র। এসব যুবকরা বিভিন্ন স্টাইলে চুল কেটে বখাটেদের মতো ঘুরাফেরা করে ইভটিজিংসহ নানা অপরাধে জড়িয়ে পড়ে। এজন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।

জেবি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়