• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত দুজনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ৩০ জুলাই ২০১৯, ১২:৫৭
আহত, মৃত্যু, সংঘর্ষ

ব্রাহ্মণবাড়িয়া সদরের বিলকেন্দুয়াই গ্রামে সংঘর্ষে আহত দুজন মারা গেছেন।

মঙ্গলবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ। এছাড়া গতকাল সোমবার রাতে ঢাকায় আনার পথে মারা যান মলাই মিয়া নামের অপর এক আহত ব্যক্তি।

জানা যায়, পূর্ব বিরোধের জের ধরে বিলকেন্দুয়াই গ্রামের আনোয়ার ও নসরের লোকজনের মধ্যে সোমবার বিকেলে সংঘর্ষ হয়। এতে প্রায় ৩০ জন আহত হন। তাদের মধ্যে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে ভর্তির পর রাতে আবদুর রউফ ও মলাই মিয়াকে ঢাকায় পাঠানো হয়।

ঢাকা নিয়ে যাওয়ার পথে মারা যান মলাই মিয়া। আর আজ সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুক্তিযোদ্ধা আবদুর রউফ। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে আহত দুজনের মৃত্যুর খবরে উভয়পক্ষের লোকজন একে অপরের ঘর-বাড়ি ও দোকানপাট ভাংচুর করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

নিহত আবদুর রউফ নসর মিয়া এবং মলাই মিয়া আনোয়ারের পক্ষের লোক।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
মেয়েকে ধর্ষণে বাবার মৃত্যুদণ্ড
দায়িত্বরত অবস্থায় ট্রাফিক ইন্সপেক্টরের মৃত্যু
X
Fresh