• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভিআইপির অপেক্ষায় ফেরি: স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

আরটিভি অনলাইন

  ২৯ জুলাই ২০১৯, ২১:০৫
তদন্ত কমিটি
ভিআইপির অপেক্ষায় ফেরি: স্কুলছাত্র মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

কাঁঠালবাড়ি ফেরিঘাটে এক যুগ্ম সচিবের জন্য ফেরি না ছাড়ায় স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুর ঘটনায় ৪ সদস্যদের তদন্ত কমিটি গঠন করেছে মাদারীপুর জেলা প্রশাসন।

আজ সোমবার (২৯ জুলাই) বিকেলে জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও অতিরিক্ত জেলা প্রশাসককে আহ্বায়ক করে কমিটি গঠন করা হয়| একই ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব শাহ হাবিবুর রহমান হাকিমকে সদস্য করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
দুটি কমিটিকেই সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়।

এর আগে বৃহস্পতিবার রাতে তথ্য-যোগাযোগ ও প্রযুক্তি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও এটুআই প্রকল্প কর্মকর্তা আব্দুস সবুর মণ্ডলের জন্য ফেরি অপেক্ষায় থাকায় আটকে পড়া অ্যাম্বুলেন্সে স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যু হয়েছে বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh