• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নোয়াখালীর বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা ২৫

নোয়াখালী প্রতিনিধি

  ২৯ জুলাই ২০১৯, ১৪:৫৮
ডেঙ্গু, জ্বর, হাসপাতাল

গেল এক সপ্তাহে নোয়াখালীর সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৩৩ জন। আটজন চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। এখনও সরকারি হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২৫ জন।

জেলা সিভিল সার্জন কর্মকর্তা মমিনুর রহমান আরটিভি অনলাইনকে জানান, নোয়াখালীতে এখন পর্যন্ত যারা ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন তারা সবাই ঢাকা থেকে নোয়াখালীতে নিজের বাড়ি এসেছেন। এখন ডেঙ্গু রোগীর সংখ্যা কিছুটা কমছে।

তিনি আরও জানান, বর্তমানে ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি আছেন ১৬ জন। বাকি নয় জন জেলার বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডেঙ্গু রোগীদের চিকিৎসা নিশ্চিত করতে এরই মধ্যে হাসপাতালে আলাদা ওয়ার্ড খোলা হয়েছে। প্রাথমিকভাবে সদর হাসপাতালে বিনা মূল্যে ডেঙ্গু রোগীদের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করা হচ্ছে।
-----------------------------------------------------------------
আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেলে ভর্তি ৩০ রোগী
-----------------------------------------------------------------