• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি দুই ডেঙ্গু রোগী

খাগড়াছড়ি প্রতনিধি

  ২৯ জুলাই ২০১৯, ১৪:২০
ডেঙ্গু, জ্বর, আক্রান্ত

পাহাড়ি জনপদ খাগড়াছড়িতেও ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। রোববার রাত পর্যন্ত খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন রোগী ভর্তি হলেও দুইজন চিকিৎসা নিয়ে এরই মধ্যে বাড়ি ফিরছেন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ি সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার নয়নময় ত্রিপুরা আরটিভি অনলাইনকে জানান, খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু আক্রান্ত রোগীরা ঢাকা থেকে খাগড়াছড়ি এসেছিলেন।

এদিকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ডেঙ্গু রোগ শনাক্তের ব্যবস্থা না থাকায় কর্তৃপক্ষ বাইরে পরীক্ষা করে চিকিৎসাপত্র দিচ্ছেন। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরো পড়ুন: ডেঙ্গু আক্রান্ত হয়ে বরিশাল মেডিকেলে ভর্তি ৩০ রোগী

জেবি