logo
  • ঢাকা রবিবার, ২৬ জানুয়ারি ২০২০, ১৩ মাঘ ১৪২৭

বরযাত্রীবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় মা-মেয়ে নিহত

স্টাফ রিপোর্টার, সিলেট
|  ২৬ জুলাই ২০১৯, ১৭:২৬ | আপডেট : ২৬ জুলাই ২০১৯, ১৯:৫৮
দুর্ঘটনা
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে হাইয়েস মাইক্রোবাসের সাথে বরযাত্রীবাহী নোহা মাইক্রোবাসের সংঘর্ষে মা ও মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার বেলা আড়াইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জালালাবাদ থানার যুগীরগাও গ্রামের আমীর আলীর স্ত্রী সালমা বেগম (৩০) ও তার মেয়ে হাবিবা (৬)। এছাড়া তার অপর মেয়ে জান্নাত (১৬), একই এলাকার শাহনাজ (৩৫) ও খায়রুন নেসা (৩০) নামের তিনজন আহত হয়েছেন। তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

-------------------------------------------------------------
আরো পড়ুন: বাস-অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
-------------------------------------------------------------

পুলিশ জানায়, যুগীরগাও থেকে বরযাত্রীবাহী গাড়ির বহর জেলার বিশ্বনাথে যাচ্ছিল। এসময় মাইক্রোবাসটি ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করেছেন।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়