• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

হিলিতে ৩ রোহিঙ্গা শিশু-কিশোর আটক

হিলি প্রতিনিধি

  ২৬ জুলাই ২০১৯, ১৪:৪৯
আটক, রোহিঙ্গা, শিশু

হিলি সীমান্ত এলাকা থেকে তিন রোহিঙ্গা শিশু-কিশোরকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় হিলি সীমান্তের চারমাথা মোড় নামক এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটককৃত তিন শিশু-কিশোর হলো, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে সৈয়দ আমিন (১১), গণি মিয়ার ছেলে একরাম হোসেন (১২) ও নূর ইসলামের ছেলে ইউনুস আলী (১৬)। তারা গেল তিন দিন আগে হিলির উদ্দেশে রওয়ানা হয়।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, পুলিশের একটি বিশেষ টহল দল উপজেলায় যাবার পথে চারমাথার রাজমনি হোটেলের সামনে অপরিচিত তিন ব্যক্তির কথা-বার্তা শুনে সন্দেহ হয়। পরে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, তারা তিনজনেই উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরের বাসিন্দা। ভারতে নিয়ে ভালো কাজ দেওয়ার কথা বলে তিন দিন আগে উখিয়ার কুতুপালং ক্যাম্প থেকে তাদের নিয়ে আসে ইউনুস নামের এক দালাল। কিন্তু সীমান্ত এলাকায় নজরদারি শক্ত থাকায় তাদের হিলিতে ফেলে রেখে যায় ইউনুস।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh