• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৯, ১১:১৯
বিজিবি
কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। বুধবার ভোরে এ ঘটনা ঘটে।

কক্সবাজারের টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গাসহ দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১ লাখ ইয়াবা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় বিজিবির তিন সদস্য আহত হন।

বুধবার ভোরে হ্নীলা ইউনিয়নের লেদা পয়েন্ট নাফ নদীর তীরে এ ঘটনা ঘটে।

বিজিবি-২ ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মো. রুবায়াৎ কবীর এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলো— উখিয়া বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ই-ব্লকের মোহাম্মদ ইসলামের ছেলে মোহাম্মদ কামাল (২২) ও হোয়াইক্যং নয়াপাড়া আবুল শামার ছেলে মোহাম্মদ হাবিবুর রহমান (২৩)।

বিজিবির আহত সদস্যরা হলেন— মফিজুর রহমান, উজ্জল হোসেন ও ইমরান হোসেন।

টেকনাফ-২ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানান, গোপন সংবাদে জানতে পারে মিয়ানমার হয়ে একটি ইয়াবা বড় চালান বাংলাদেশে প্রবেশ করবে। এ সংবাদে বিজিবির একটি বিশেষ টহল দল ওই স্থানে অবস্থান নেয়। পরে কয়েকজন ব্যক্তি এপারে প্রবেশ করতে থাকে। এসময় বিজিবি চ্যালেঞ্জ করলে মাদক ব্যবসায়ীরা বিজিবির উপর গুলি ছুঁড়তে থাকে। এতে বিজিবির তিন সদস্য আহত হলে বিজিবিও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অস্ত্রধারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ১ লাখ ইয়াবা, আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দুইজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন

এসজে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
বাংলা নববর্ষ : হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি বিনিময়
কেএনএফকে নির্মূল করা হবে : বিজিবি মহাপরিচালক
X
Fresh