• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীর খামারবাড়ী এলাকা থেকে ‘বোমাসদৃশ বস্তু’ উদ্ধার (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ জুলাই ২০১৯, ০২:৩২

রাজধানীর খামারবাড়ী মোড় সংলগ্ন এলাকা থেকে বোমাসদৃশ্য একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

বস্তুটি বোমা কিনা তা নিশ্চিত হওয়ার জন্যে বেশ কয়েক ঘণ্টা ঘটনাস্থলে কাজ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট।

মঙ্গলবার (২৩ জুলাই) রাত ৯টার দিকে খামারবাড়ী মোড়ে বঙ্গবন্ধু চত্বর এলাকায় বস্তুটি দেখা যায়। সেখানে কর্মরত মেট্রোরেল প্রকল্পের কর্মীরা প্রথম বস্তুটি দেথতে পায়, তারপর তারাই সেখানেই কর্মরত ট্রাফিক পুলিশকে জানায়। তার কিছুক্ষণ পরে সেখানে পৌঁছায় বোম্ব ডিসপোজাল ইউনিট। বেশ কয়েক ঘণ্টা তারা অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বোমা কিনা তা নিশ্চিত হবার চেষ্টা করেন।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম উর রশিদ জানান, রাতে খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। শেষ খবর পাওয়া পর্ন্ত কাজ চলছে। ঘটনাস্থল ঘিরে দেওয়া হয়েছে নিরাপত্তা বেষ্টনী।

খামারবাড়ী এলাকায় ঘিরে রেখেছে পুলিশ ও অন্যান্য নিরাপত্তারক্ষী বাহিনী। আছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।

জিএ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শ্রীপুরে পৃথক স্থান থেকে গৃহবধূ ও হিজড়ার মরদেহ উদ্ধার
রাজধানীতে সেলুন থেকে যুবকের মরদেহ উদ্ধার
‘ডেঙ্গু মোকাবিলায় সারাদেশে প্রস্তুত হাসপাতালগুলো’
রাজধানীর বনশ্রীতে আবাসিক ভবনে আগুন
X
Fresh