• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ২৩ জুলাই ২০১৯, ১৬:১০
স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
সিরাজগঞ্জে স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

সিরাজগঞ্জে যৌতুকের দাবীতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্ত মো. কামরুল ইসলাম সদর উপজেলার চর বনবাড়ীয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

------------------------------------------------------------------------
আরো পড়ুন : কুড়িগ্রামে বন্যায় ৭৫৫টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
------------------------------------------------------------------------

মামলা সূত্রে জানা যায়, ১৯৯৮ সালের সদর উপজেলার চরবনবাড়িয়া গ্রামের আবুল হোসেনের ছেলে কামরুল ইসলামের সঙ্গে একই উপজেলার দিয়ার ধানগড়া গ্রামের আব্দুল আজিজের কন্যা মুন্নী খানুনের বিয়ে হয়। বিয়ের পর থেকে কামরুল ইসলাম যৌতুকের দাবীতে মুন্নীকে প্রায়ই নির্যাতন করতেন। এই অবস্থায় কামরুলকে মুন্নীর পরিবার ২ লাখ টাকা যৌতুক দেয়। পরে আরও ৩ লাখ টাকা যৌতুক দাবী করে নির্যাতন শুরু করে।
পরে ২০১২ সালের ১২ জুলাই কামরুল ইসলাম স্ত্রী মুন্নীকে যৌতুকের দাবীতে মারপিট ও শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় মুন্নী খাতুনের বোন পারুল বেগম বাদী হয়ে সিরাজগঞ্জ থানায় মামলা করেন। সাক্ষ্য প্রমাণ শেষে আসামির উপস্থিতিতে বিচারক আজ এই রায় ঘোষণা করেন।

সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনালের বিশেষ পিপি আব্দুল হামিদ লাভলু এ তথ্য নিশ্চিত করেছেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh