• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলার জন্য ক্ষমা চাইলেন মোহনগঞ্জ পৌর মেয়র

নেত্রকোনা প্রতিনিধি

  ২৩ জুলাই ২০১৯, ১৪:২৩
সংবাদ সম্মেলনে বিশৃঙ্খলার জন্য ক্ষমা চাইলেন মোহনগঞ্জ পৌর মেয়র
সাংবাদিকদের বিক্ষোভ

নেত্রকোনায় সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করার অভিযোগে মোহনগঞ্জ পৌর মেয়র লতিফুর রহমান রতন সাংবাদিকদের কাছে ক্ষমা চেয়েছেন।

মঙ্গলবার সকাল সোয়া ১১ টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় পাবলিক হল প্রাঙ্গনে তিনি ক্ষমা চান।

নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সহ- সভাপতি আব্দুল হান্নান রঞ্জন জানান, সকালে পাবলিক হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে সামাজিক উদ্বুদ্ধকরণ মতবিনিময় সভা ও সমাবেশ চলছিল।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুর হাসান, প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এ এফ এম মঞ্জুর কাদির, জেলা প্রশাসক মঈনউল ইসলাম উপস্থিত ছিলেন।

-----------------------------------------------------------
-----------------------------------------------------------

অনুষ্ঠান শুরুর পর সাংবাদিকদের জন্য নির্ধারিত স্থানের সব চেয়ারে মেয়র লতিফুর সহ কয়েকজন জনপ্রতিনিধি বসেন। আমন্ত্রিত সাংবাদিকেরা বসার স্থান না পেয়ে অনুষ্ঠান থেকে চলে আসতে চাইছিলেন।

এসময় আয়োজকেরা নির্ধারিত স্থানে আরও চেয়ার দিয়ে সাংবাদিকদের বসার ব্যবস্থা করছিলেন। তখন অনাকাঙ্খিতভাবে মেয়র লতিফুর রহমান সেখানে চেয়ার রাখতে বাধা দেন এবং অশালীন আচরণ করেন। এতে উপস্থিত সাংবাদিকেরা ক্ষোভে ফেটে পড়েন।

পরে অনুষ্ঠান স্থলে উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার এসএম আশরাফুল আলম, নেত্রকোনা পৌর মেয়র নজরুল ইসলাম খান, আটপাড়া উপজেলা চেয়ারম্যান খায়রুল ইসলাম তাৎক্ষণিকভাবে ঘটনার সমাধানে উদ্যেগ নেন।

জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে বৈঠকে মেয়র লতিফুর রহমান সাংবাদিকদের কাছে অনাকাঙ্খিত ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কাতারের আমির
ঢাকায় কাতারের আমির, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক আজ
বুধবার থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হচ্ছে পাঁচ চুক্তি
সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী
X
Fresh