• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্য নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর

মাদারীপুর প্রতিনিধি

  ২২ জুলাই ২০১৯, ১৪:৫৮
ছেলেধরা, নারী, মানসিক
ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্য নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর

মাদারীপুর সদর উপজেলায় ছেলেধরা সন্দেহে মানসিক ভারসাম্যহীন (৫০) এক নারীকে বেদম মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে এলাকাবাসী। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে।

সোমবার বেলা ১২টার দিকে সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের বৈরাগীর হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বেলা ১২টার দিকে বৈরাগীর হাট এলাকায় অপরিচিত ওই নারীকে ঘুরতে দেখেন স্থানীয়রা। পরে তার নাম-পরিচয় জানতে চাওয়া হয়। কিন্তু তিনি ঠিক করে কিছু বলতে পারেননি। একপর্যায়ে স্থানীয় কয়েকজন যুবক তাকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রাখে। খবর পেয়ে পুলিশ ওই নারীকে উদ্ধার করে। পরে জানা যায় তিনি একজন মানসিক ভারসাম্যহীন নারী।

মাদারীপুর সদর মডেল থানার এসআই (সেকেন্ড অফিসার) মো. বারেক করিম আরটিভি অনলাইনকে জানান, স্থানীয় লোকজন অপরিচিত ওই নারীকে দেখে ছেলেধরা মনে করে। নাম-পরিচয় সঠিকভাবে বলতে না পারায় তাদের সন্দেহ হয়। খবর পেয়ে ওই নারীকে উদ্ধারের পর স্থানীয় চৌকিদারের জিম্মায় দেওয়া হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
জমি দখলের চেষ্টা চেয়ারম্যানের, বাবা-ছেলে জেলহাজতে
X
Fresh