• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কবিরাজের পানি পড়া খেয়ে প্রাণ গেল দুজনের

সাভার প্রতিনিধি

  ২২ জুলাই ২০১৯, ১৩:১৯
কবিরাজ, পানি, পড়া, মৃত্যু

ঢাকার অদূরে সাভারের কাউন্দিয়ায় কবিরাজের পানি পড়া খেয়ে দুজনের মৃত্যু হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় আরও দুজন চিকিৎসাধীন বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রোববার দিনগত রাতে তাদের মৃত্যু হয়। তারা হলেন, রাজধানীর মিরপুরের বাসিন্দা জাকির (৫০) ও রাশেদুল ইসলাম মোল্লা (৩৫)। এছাড়া তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এ ঘটনায় অভিযুক্ত ওহাব নামের ওই কবিরাজকে আটক করা হয়েছে।

জানা যায়, গেল শনিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে সাভারের কাউন্দিয়া আলীনগর আলী নগর এলাকার ওহাব কবিরাজের বাড়িতে চিকিৎসার জন্য যান নিহত জাকির ও রাশেদুল। এ সময় তারাসহ আরও দুজন কবিরাজের পানি পড়া খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

পরে গুরুতর অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার একদিন পর গতকাল রাতে জাকির ও রাশেদুল মারা যান।

এ ঘটনায় অভিযুক্ত ওহাব কবিরাজকে আটক করা হয়েছে জানিয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম সায়েদ জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের পর আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh