logo
  • ঢাকা সোমবার, ১৯ আগস্ট ২০১৯, ৪ ভাদ্র ১৪২৬

মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে বাবা খুন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
|  ২২ জুলাই ২০১৯, ১২:০৯ | আপডেট : ২২ জুলাই ২০১৯, ১২:১৩
বাবা, ছেলে, খুন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মানসিক ভারসাম্যহীন ছেলের বটির কোপে বাবা নিহত হয়েছেন।

bestelectronics
 সোমবার ভোর পাঁচটার দিকে উপজেলার ষোলঘর ইউনিয়নের সেনপাড়ার দুর্গাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ঘটনাস্থল থেকে ছেলে জাহিদ হাসানকে (২৭) আটক করেছে।

নিহত ব্যক্তির নাম শাহেদ আলী (৬০)। তিনি ঢাকায় ভাঙারির ব্যবসা করতেন।

স্থানীয়রা জানান, সোমবার ভোরে নিহত শাহেদ আলী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় রান্নাঘরে থাকা স্ত্রীকে মানসিক ভারসাম্যহীন ছেলে জাহিদ হাসানকে ওষুধ খাওয়ানোর কথা বলেন শাহেদ আলী।

এরপর তিনি বাড়ির উঠানে আসতেই ছেলে জাহিদ হাসান বটি দিয়ে বাবার গলায় কোপ দেয়। এতে ঘটনাস্থলেই শাহেদ আলীর মৃত্যু হয়।

শাহেদ আলীর দুই মেয়ে ও এক ছেলের মধ্যে জাহিদ হাসান বড়। সে বেশ কয়েক বছর ধরে মানসিক রোগে আক্রান্ত। তার চিকিৎসা চলছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়