• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডেঙ্গুজ্বরে হবিগঞ্জ সদর হাসপাতালের সিভিল সার্জনের মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি

  ২২ জুলাই ২০১৯, ১০:৪৮
ডেঙ্গুজ্বর, মৃত্যু, হবিগঞ্জ

হবিগঞ্জের নবাগত সিভিল সার্জন ডা: সাহাদাত হোসেন ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন।

রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

হবিগঞ্জ সদর হাসপাতালের ডা: রতীন্দ্র চন্দ্র দেব আরটিভি অনলাইনকে জানান, সম্প্রতি ডেঙ্গুজ্বরে আক্রান্ত হন সিভিল সার্জন ডা: সাহাদাত হোসেন। গতকাল রোববার সকালের দিকে তিনি অফিস করেন। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে একটি সভায় অংশগ্রহণ করেন। এ সময় অসুস্থতাবোধ করলে তিনি সেখান থেকে চলে যান। বিকেলের দিকে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে ঢাকায় পাঠান। সেখানে রাত ১০টার দিকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

গেল ৯ জুলাই ডা: সাহাদাত হোসেন পদোন্নতি পেয়ে হবিগঞ্জ সদর হাসপাতালে সিভিল সার্জন হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলায়।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বায়ত্তশাসিত ও রাষ্ট্রায়ত্ত সংস্থায় যোগদানে প্রচলিত পেনশন মিলবে না আর
সিভিল সার্জনের কার্যালয় একাধিক লোকবল নিয়োগ
প্রথমবার এমপি হয়ে খালেদা জিয়ার সাবেক উপদেষ্টার আ.লীগে যোগদান
তরুণ-তরুণীদের সেনাবাহিনীতে যোগদান বাধ্যতামূলক করল মিয়ানমার
X
Fresh