• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি: সাভারে সাত ফার্মেসিকে জরিমানা (ভিডিও)

সাভার প্রতিনিধি

  ২১ জুলাই ২০১৯, ২০:৩৭

অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রিসহ নানা কারণে সাভারে সাতটি ফার্মেসিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

রোববার দুপুরে সাভার ইপিজেডের বলিভদ্র বাজারে র‌্যাব ও ওষুধ প্রশাসন অধিদপ্তরের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়। সেই সঙ্গে বিপুল পরিমাণ ভেজাল ওষুধ জব্দ করা হয়।

ফার্মেসির লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকাসহ বিভিন্ন কারণে ৭টি ফার্মেসিতে অভিযান চালিয়ে মোট ১০ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

অভিযান শেষে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজামউদ্দিন আহমেদ আরটিভি অনলাইনকে জানান, বিভিন্ন ভ্যাকসিন যা ২ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় থাকার কথা সেই ওষুধ রাখা হয়েছে ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। শুধু অভিযানই নয়, জনস্বার্থে অভিযানের পর আবার মনিটরিং করা হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাভারে কাপড়ের দোকানে এসি বিস্ফোরণ, দগ্ধ ৩
সাভারে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা
সাভারে পাঁচ গাড়িতে আগুন, নিহত বেড়ে ৩ 
সাভারে ৫ গাড়িতে আগুন : ঢাকা-আরিচা মহাসড়কে তীব্র যানজট
X
Fresh