• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন

কুষ্টিয়া প্রতিনিধি

  ২১ জুলাই ২০১৯, ১৮:৪৩
দণ্ড, যাবজ্জীবন, মামলা

কুষ্টিয়ার মিরপুর থানার একটি মাদক মামলায় মাইক্রোবাসচালকসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয়মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। এ মামলার বাকি চার আসামিকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

রোববার বেলা তিনটার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, মিরপুর উপজেলার বালিদাপাড়া গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে তাহাজ্জত হোসেন ওরফে সোহেল (৪০) ও আনারুল ইসলাম মাস্টারের ছেলে মাইক্রোচালক আমিরুল ইসলাম (২৮)।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ১০ আগস্ট মিরপুরের ধলসা গ্রামে মাইক্রোবাস তল্লাশি করে চালকের সিটের নিচে ২০২ বোতল ফেনসিডিল পায় পুলিশ। এই মামলায় আজ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।