• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশীয় পদ্ধতিতে কুরবানির পশু মোটাতাজা করায় ব্যস্ত খামারিরা

ভৈরব প্রতিনিধি

  ২১ জুলাই ২০১৯, ১৬:৪২
গরু, খামারি, মোটাতাজা
ভৈরবে কোরবানির ঈদকে সামনে রেখে গরু মোটাতাজাকরণে ব্যস্ত খামারি

কিশোরগঞ্জের ভৈরবে কুরবানি ঈদকে সামনে রেখে গবাদি পশু মোটাতাজা করায় ব্যস্ত খামারিরা। বুকভরা আশা নিয়ে তারা দিন গুনছেন কখন জমে উঠবে পশুর হাট। গেল বছর শেষের দিকে দাম পড়ে যাওয়ায় অনেক খামারি লোকসানের মুখে পড়েন। এ বছর যদি বাজারে ভারতীয় পশুর আমদানি না হয় তাহলে গেল বারের লোকসান পুষিয়ে অনেক লাভবান হবেন তারা।

জানা গেছে, পৌর শহরের চণ্ডিবের মধ্যপাড়ার বাসিন্দা বিলকিস বেগম। ছয় বছর আগে মাত্র একটি গাভী দিয়ে শুরু করেন গবাদি পশু লালন-পালন। বর্তমানে বিলকিস বেগমের গোয়ালে ১২টি পশু রয়েছে। তিনি চারটি ষাঁড় ও আটটি গাভী লালন-পালন করছেন। মাত্র কয়েক বছরের ব্যবধানে তিনি এখন প্রান্তিক পর্যায়ের খামারি।

কুরবানির ঈদকে সামনে রেখে দেশীয় পদ্ধতিতে গবাদি পশু মোটাতাজা করায় ব্যস্ত সময় পাড় করছেন বিলকিস। সবুজ ঘাস, খড়, কুড়া, কৈল ও ভুষির মাধ্যমে পশু মোটাতাজা করছেন তিনি।

বিলকিস বেগমের মতো কমলপুর এলাকার শাহাদাত, আরিফুল ইসলাম, জুয়েল মিয়াসহ উপজেলার বিভিন্ন গ্রামে ছোট-বড় খামারে চলছে দেশীয় ও শংকর জাতের পশু লালন-পালন।