• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সিরাজগঞ্জে পানি কমলেও নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন আতঙ্ক দেখা দিয়েছে (ভিডিও)

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ২১ জুলাই ২০১৯, ১২:৫৮

গত ১২ ঘণ্টায় সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি ১৭ সেন্টিমিটার কমে রোববার সকাল ৬টার দিকে বিপদসীমার ৭৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। পানি কমলেও নদী তীরবর্তী এলাকায় ভাঙ্গন আতঙ্ক দেখা দিয়েছে।

কয়েকদিনের বন্যায় পানিতে ডুবে মারা গেছে শিশুসহ দুজন। বন্যার পানিতে ৭ হাজার সেক্টর জমির পাট, রোপা আমন, আউশ ও সবজির খেত ডুবে গেছে।

সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীবেষ্টিত ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নের সোয়া ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি রয়েছে। এদের মধ্যে ৩৫৪টি আশ্রয়কেন্দ্রে স্থান পেয়েছে প্রায় ১১ হাজার বন্যার্ত মানুষ।

পানিবন্দি মানুষেরা রয়েছে চরম দুর্ভোগে, দেখা দিচ্ছে পানিবাহিত নানা রোগবালাই। সরকারিভাবে যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল, এখন পর্যন্ত অনেকেই কোনও ত্রাণসামগ্রী পায়নি বলে অভিযোগ ওঠেছে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য ৩৫৪ মেট্রিক টন চাল, ৫ লাখ টাকা ও ৩ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

১৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে আরও ৬টি শিক্ষা প্রতিষ্ঠান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারতের রাষ্ট্রপতির কাছ থেকে পদ্মশ্রী নিলেন রেজওয়ানা চৌধুরী বন্যা  
আমিরাতে বন্যা : ৩ ফিলিপাইন নাগরিকের মৃত্যু
বৃষ্টি-বন্যায় বিপর্যস্ত ওমান-আরব আমিরাত
আরব আমিরাতে ভয়াবহ বন্যা, ঢাকামুখী ৯ ফ্লাইট স্থগিত 
X
Fresh