• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি, শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার, শেরপুর:

  ২০ জুলাই ২০১৯, ১৪:৫৪
বন্যা
ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি, শেরপুর-জামালপুর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

উজান থেকে প্রবল বেগে নেমে আসা ঢলের কারণে পুরনো ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পাওয়ায় শেরপুর সদর উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ১০ হাজার পরিবার। কাঁচা ঘর-বাড়ি, রাস্তাঘাট, রোপা আমন ধানের বীজতলা, সবজি, শতাধিক পুকুরের মাছ পানিতে ভেসে গেছে।

শেরপুর-জামালপুর সড়কের পোড়ার দোকান এলাকার কজওয়েটি ছয় থেকে সাত ফুট পানির নিচে তলিয়ে যাওয়ায় গতকাল শুক্রবার থেকে শেরপুর-ঢাকা এবং উত্তরবঙ্গের সঙ্গে এ পথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার পানিতে ডুবে এ পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অপরদিকে ঝিনাইগাতী উপজেলার মহারশী ও নালিতাবাড়ী উপজেলার ভোগাই ও চেল্লাখালী নদীর পানি কমে যাওয়ায় ওই দুই উপজেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

সদর উপজেলার ১০টি ইউনিয়নের ৪৫টি গ্রামের প্রায় দশ হাজার পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবন যাপন করছে। বিশেষ করে গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে পড়েছেন তার। বাড়িতে পানি উঠায় চুলা জ্বালাতে পারছেন না প্লাবিত এলাকার মানুষ।