• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বিপদসীমার ৯৪ সেন্টিমিটার ওপরে যমুনার পানি, পানিবন্দি ২ লক্ষাধিক মানুষ (ভিডিও)

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ২০ জুলাই ২০১৯, ১২:৫৮

সিরাজগঞ্জ পয়েন্টে যমুনা নদীর পানি কমে শনিবার সকালে বিপদ সীমার ৯৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে পানি কিছুটা কমলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এছাড়া যমুনা নদী অভ্যন্তরীণ নদীগুলোতে পানিবৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার্ত মানুষেরা উঁচু বাঁধ, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানে আশ্রয় নিচ্ছে।

এদিকে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের তলদেশে ফাটলের সৃষ্টি হওয়াতে সেখানে জিও ব্যাগ ও সিসি ব্লক ফেলে বাঁধ রক্ষায় কাজ করছে পাউবো। একই সাথে পানির চাপ বেশি থাকায় শুক্রবার রাতে শহরের রাণীগ্রাম এলাকায় পাউবোর বাঁধের দুই জায়গায় দেবে লিকেজ হয়ে পানি বের হতে শুরু করেছে।

সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানিয়েছে, সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, চৌহালী ও শাহজাদপুর উপজেলার নদীবেষ্টিত ৫টি উপজেলার ৪২টি ইউনিয়নের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদের মধ্যে ৩৫৪টি আশ্রয়কেন্দ্রে স্থান পেয়েছে প্রায় ১১ হাজার বন্যার্ত মানুষ। ১৬৬টি শিক্ষা প্রতিষ্ঠান বন্যার পানিতে তলিয়ে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে আরও ৬টি শিক্ষা প্রতিষ্ঠান

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানিয়েছে জেলার প্রায় ৭ হাজার ৫৪১ হেক্টর পরিমাণ জমির পাট, রোপা আমন, আউশ ও সবজির ক্ষেত তলিয়ে গেছে।