• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আদালতে মিন্নি’র স্বীকারোক্তিমূলক জবানবন্দি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৯, ২০:২৫
আদালতে মিন্নি স্বীকারোক্তিমূলক জবানবন্দি
ফাইল ছবি

বরগুনায় রিফাত শরীফ হত্যায় জড়িত থাকার কথা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি।

শুক্রবার দুপুরে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনি জবানবন্দি দেন। এর আগে তার পাঁচদিনের রিমান্ডের দু’দিন শেষে আদালতে হাজির করা হয়।

স্বীকারোক্তিমূলক জবানবন্দি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, মিন্নি আদালতের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় আমরা তাকে হাজির করি। আদালত ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন।

তিনি জানান, মিন্নি জড়িত থাকার কথা স্বীকার করে স্বীকারোক্তিমূলক বক্তব্য আদালতের কাছে পেশ করেছেন।

বিকেল ৫টার দিকে মিন্নিকে বিশেষ আদালতে হাজির করা হয়। পরে জবানবন্দি শেষে সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে আদালত থেকে জেলহাজতে পাঠানো হয়।

রিফাত শরীফ হত্যা মামলায় এখন পর্যন্ত ১৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মিন্নিসহ ১৩ জন অভিযুক্ত রিফাত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh