• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৯, ১৩:৫৫
সড়ক, বন্ধ, যোগাযোগ
ছবি: সংগৃহীত

অস্বাভাবিকভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় টাঙ্গাইলের ভূঞাপুর-তারাকান্দি সড়ক ভেঙে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে ভূঞাপুর উপজেলার টেপিবাড়ি নামক স্থানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হিসেবে ব্যবহৃত সড়কটির ৫০ মিটার অংশ ধসে যায়। এরপর আজ শুক্রবার সকাল থেকে রাস্তাটি মেরামতে কাজ করে যাচ্ছে সেনাবাহিনী।

এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব কবীর বিন আনোয়ার ও ১৯ পদাতিক ডিভিশনের জিওসি ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল মিজানুর রহমান শামীম বিপি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বাঁধ রক্ষায় কোনও ধরনের পদক্ষেপ না নেওয়ায় গ্রামবাসী চেষ্টা করেও বাঁধটি রক্ষা করতে পারেনি।

এদিকে আজ শুক্রবার সকালে টাঙ্গাইল অংশে যমুনা নদীর পানি আট সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৯৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।