• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই পরীক্ষাতেই পাস নুসরাত, অনিশ্চয়তায় পরিবার (ভিডিও)

ফেনী প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৯, ১২:২০

ফেনীতে আগুন দিয়ে হত্যা করা ছাত্রী নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। মাত্র দুটি পরীক্ষায় অংশ নিতে পারা হতভাগ্য নুসরাত দুটোতোই ‘এ’ পেয়েছে। পরীক্ষা পাসের আনন্দের দিনেও তাই চোখে অশ্রু শিক্ষক আর সহপাঠীদের। এদিকে পরিবার বলছে, চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাদের।

এলাকার মোড়ল আর মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদ দৌলার যৌন নিপীড়নের প্রতিবাদ জানানোর পর থেকেই সিরাজ অনুসারীরা হুমকি দিতে থাকে নুসরাতকে। আসে প্রাণনাশের হুমকিও। এত বৈরী পরিবেশে থেকেও পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেয় সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার তেজস্বী এ ছাত্রী। কিন্তু শেষমেষ কেরোসিন দিয়ে তাকে পুড়িয়ে শান্ত হয় দুর্বৃত্তরা। মাত্র দুটি পরীক্ষায় বসতে পেরেছিলো নুসরাত। কোরআন মাজিদ আর হাদিস ও উসুলে হাদিস- দুটি বিষয়ে ‘এ’ গ্রেড পায় সে।

পরীক্ষা পাসের আনন্দের দিনেও নুসরাতের কথা মনে করে চোখে জল ধরে রাখতে পারেনি সহপাঠীরা।

এদিকে আলিম পরীক্ষার ফল প্রকাশের পর থেকেই শোকের মাতম চলছে নুসরাতের বাড়িতেও। মেয়ে হারানোর কষ্টের সঙ্গে যোগ হয়েছে অনিশ্চয়তাও। তবে পুলিশ বলছে, পরিবারটিকে সব ধরনের নিরাপত্তা দিচ্ছেন তারা।