• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পাসের হার বাড়লেও শিক্ষার মান নিয়ে অসন্তুষ্ট শিক্ষাবিদরা (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ জুলাই ২০১৯, ১১:৫০

এইচএসসি পরীক্ষায় পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বাড়লেও শিক্ষার মান নিয়ে সন্তুষ্ট নন শিক্ষাবিদরা। মান বাড়াতে শিক্ষকদের আরো বেশি প্রশিক্ষণ প্রদান এবং পাঠ্য বই ও প্রতিষ্ঠানগুলোতে বিশেষ নজরদারির পরামর্শ দেন শিক্ষাবিদরা।

পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংখ্যা দুটোতেই আগের বছরের তুলনায় ভালো ফল হয়েছে এবারের এইচএসসি পরীক্ষায়। কমেছে শূন্য ভাগ পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। বেড়েছে শতভাগ পাস করা প্রতিষ্ঠান।

তবে সব ভালো খবরেও সন্তুষ্ট নন শিক্ষাবিদরা। আক্ষেপ শিক্ষার মান নিয়ে। তারা বলছেন, মান কমে যাওয়ায় এইচএসসিতে ভালো ফল করেও অনেক শিক্ষার্থীই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় টিকতে পারে না।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ জানিয়েছেন তাদের ভাবনার কথা।