• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

টাঙ্গাইলে লক্ষাধিক মানুষ পানিবন্দী

টাঙ্গাইল প্রতিনিধি

  ১৯ জুলাই ২০১৯, ০৯:০৯
পানিবন্দি, মানুষ, দুর্ভোগ
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ১১১টি গ্রামের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে ফসলি জমি। গবাদি পশু নিয়ে বিপদে পড়েছেন পানিবন্দী মানুষ।

গেল বুধবার রাতে ভূঞাপুরের তাড়াইল এলাকার বাঁধ ভেঙে প্রায় ১০টির মতো গ্রাম প্লাবিত হয়েছে।পানির স্রোতে ভেসে গেছে বেশ কয়েকটি বাড়ি। এছাড়াও ভূঞাপুর-তারাকান্দি সড়কের বেশ কয়েকটি জায়গা দিয়ে পানি লিকেজ হওয়ায় হুমকিতে পড়েছে সড়কটি।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে বাঁধ রক্ষায় কোনো ধরনের উদ্যোগ গ্রহণ না করার কারণে গ্রামবাসী চেষ্টা করেও বাঁধটি রক্ষা করতে পারেনি।

এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে ২০০ মেট্রিকটন চাল বিতরণের কথা বলা হয়েছে। তবে অধিকাংশ বানবাসী ত্রাণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।