• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে (ভিডিও)

স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

  ১৮ জুলাই ২০১৯, ০৯:২৫

সিরাজগঞ্জ ও ঢাকা বাস মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করেছে সিরাজগঞ্জ পরিবহন মালিক ও শ্রমিক ইউনিয়নের নেতারা।

ঢাকার মহাখালী ও গাবতলীর বাস মালিক সমিতি নেতারা সিরাজগঞ্জে তাদের বাস চলাচল এবং কাউন্টার দাবী করলে তার প্রতিবাদে গেল পাঁচদিন ধরে সিরাজগঞ্জ থেকে ঢাকার সকল বাস চলাচল বন্ধ করে দেয় সিরাজগঞ্জের বাস মালিক ও শ্রমিকরা।

গেল মঙ্গলবার সিরাজগঞ্জ বাস মালিক ও শ্রমিক নেতারা সংবাদ সম্মেলন করে ঘোষণা দিয়েছিলে বুধবার (১৭ জুলাই) তারিখের মধ্যে তাদের দাবী না মানলে ১৮ জুলাই থেকে সিরাজগঞ্জে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে। সেই ঘোষণা অনুযায়ী আজ ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু হয়।

ধর্মঘটে সিরাজগঞ্জে থেকে সকল রুটে বাস, ট্রাকসহ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মিনিবাস ও কোচ মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি জানান, সৃষ্ট দ্বন্দ্বের নিরসনে আমরা সময় দিয়েছিলাম। আমাদের দাবিগুলো মানা হয়নি। এর প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট করা হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিলেটে চলছে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট 
বুধবার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট
X
Fresh