• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

যমুনার পানি বিপদসীমার ১২৪ সেমি ওপরে

বগুড়া প্রতিনিধি

  ১৮ জুলাই ২০১৯, ০৮:৪৯
বন্যা
যমুনার পানি বিপদসীমার ১২৪ সেমি ওপরে ।। ছবি: সংগৃহীত

বগুড়ায় আজ বৃহস্পতিবার সকালে যমুনা নদীর পানি বিপদসীমার ১২৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার ১৫টি ইউনিয়নের ১০২ গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে প্রায় ৯০ হাজার মানুষ।

বন্যায় তিন উপজেলার ৬৪টি প্রাথমিক বিদ্যালয় ও ১১টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

জানা যায়, বন্যায় প্রায় দুই হাজার পরিবার বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। এছাড়া নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে ২০ হাজার পরিবার।

বগুড়ার ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হান ইসলাম জানান, তিন উপজেলায় বন্যাদুর্গতদের জন্য চাল, শুকনা খাবার ও পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট বরাদ্দ দেয়া হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভারী বৃষ্টিতে সৌদিতে স্কুল বন্ধ, বন্যার সতর্কতা
বন্যা-ভূমিধসে ইন্দোনেশিয়ায় ২৬ প্রাণহানি
রেজওয়ানা চৌধুরী বন্যাকে সম্মাননা জানাল জাতীয় বিশ্ববিদ্যালয় 
বেড়িবাঁধ সংস্কারে বন উজাড়, ঝুঁকিতে সমুদ্র উপকূলের মানুষ
X
Fresh