• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অংশ নেয়া দুটি বিষয়েই ‘এ’ পেয়েছেন নুসরাত

ফেনী প্রতিনিধি

  ১৭ জুলাই ২০১৯, ২৩:০২
নুসরাত, ‘এ’ গ্রেড
নুসরাত জাহান রাফি ।। ফাইল ছবি

নুসরাত জাহান রাফির আলিম পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। যৌন নিপীড়নের অভিযোগ তোলার পর মাদরাসা অধ্যক্ষ সিরাজ উদদৌলা ও অনুসারীদের হুমকি-ধমকি মাথায় নিয়ে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে দুটি পরীক্ষায় অংশ নিতে পেরেছিলেন নুসরাত। এরপরই তাকে হত্যা করা হয়।

ফলাফল বিবরণীতে দেখা যায়, প্রথম পরীক্ষা কোরআন মাজিদ (২০১) এবং হাদিস ও উসুলে হাদিস (২০২) পরীক্ষায় নুসরাত জাহান রাফি ‘এ’ গ্রেড পেয়েছেন। বাকি পরীক্ষায় আর অংশ নিতে পারেননি নুসরাত। এ কারণে সব মিলিয়ে ‘অকৃতকার্য’ ফল আসে নুসরাতের।

সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা থেকে এবার আলিম পরীক্ষায় নুসরাতসহ ১৭৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এদের মধ্যে ১৫২ জন পাস করেছেন। নুসরাতসহ ফেল করেছেন ২৭ জন। এ মাদরাসায় এবার পাসের হার ৮৬.৮৬ শতাংশ।

পরীক্ষার ফল প্রকাশের পর নুসরাতের সহপাঠী ও স্বজনরা চোখের পানি ধরে রাখতে পারেননি। বুধবার পরীক্ষার ফল জানতে মাদরাসায় আসা শিক্ষার্থীরা নুসরাতের জন্য কান্নায় ভেঙে পড়েন। এ সময় উপস্থিত শিক্ষকদের চোখেও দেখা যায় অশ্রু। সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসায় তখন এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

এদিকে আলিম পরীক্ষার ফল প্রকাশের খবর পাওয়ার পর থেকে কান্না থামছে না নুসরাতের স্বজনদের। নুসরাতের মা শিরিনা আক্তারের বিলাপ যেন থামতেই চায় না। শিরিনা আক্তার বলেন, ‘আমার মেয়ে দুনিয়ার পরীক্ষায় পাস করতে না পারলেও আখিরাতের পরীক্ষায় পাস করবে।’

তার ভাই মামলার বাদী মাহমুদুল হাসান নোমান মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে নুসরাতের পরীক্ষার ফল বের করেন। বাড়িতে গিয়ে বোনের পরীক্ষার ফলের কথা জানান মাকে। আবেগে আপ্লুত হয়ে পড়েন নোমানও। বলেন, ‘আমার বোন যদি ভালোভাবে পরীক্ষা দিতে পারতো তাহলে ভালো ফলাফল অর্জন করতো।

উল্লেখ্য, নুসরাত সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন। ওই মাদরাসার অধ্যক্ষ সিরাজ সিরাজ উদদৌলার বিরুদ্ধে তিনি যৌন নিপীড়নের অভিযোগ করেন। নুসরাতের মা শিরিন আক্তার বাদী হয়ে ২৭ মার্চ সোনাগাজী থানায় মামলা দায়ের করেন। এরপর অধ্যক্ষকে গ্রেপ্তার করে পুলিশ। পরে মামলা তুলে নিতে বিভিন্নভাবে নুসরাতের পরিবারকে হুমকি দেওয়া হয়। গেল ছয় এপ্রিল সকাল নয়টার দিকে আলিম পর্যায়ের আরবি প্রথমপত্রের পরীক্ষা দিতে সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে যান নুসরাত। এ সময় তাকে কৌশলে পাশের বহুতল ভবনের ছাদে ডেকে নিয়ে যায় দুর্বৃত্তরা। সেখানে তার গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়া হয়। এরপর ১০ এপ্রিল রাত সাড়ে নয়টায় ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নুসরাত মারা যান। এই ঘটনায় নুসরাতের বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে আট এপ্রিল আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলাটি দায়ের করেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
টিপু-প্রীতি হত্যা: অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ২৯ এপ্রিল
X
Fresh