• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

রাবির বড় কুঠি হস্তান্তরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

রাজশাহী প্রতিনিধি

  ১৭ জুলাই ২০১৯, ২১:৩৬
রাবি, বড় কুঠি, প্রশাসন
বড় কুঠি সরকারের সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তর বিষয়ে পাশ হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের মানববন্ধন

প্রথম প্রশাসনিক ভবন বড় কুঠি সরকারের সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তর বিষয়ে পাশ হওয়া সিন্ডিকেটের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নেতাকর্মীরা।

বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে আয়োজিত মানববন্ধন থেকে তারা এ দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, বড় কুঠি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রশাসনিক ভবন। এর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস-ঐতিহ্য জড়িত। এটা রক্ষা করার দায়িত্ব বিশ্ববিদ্যালয়ের। সম্প্রতি এটাকে সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিন্ডিকেট সদস্যের অনেকের বিরোধিতার পরেও এটাকে সংস্কৃত মন্ত্রণালয়ের অধীনে দিয়ে দেওয়ার সিদ্ধান্ত কেন নেওয়া হলো তা আমাদের বোধগম্য হচ্ছে না। এটা রক্ষায় যদি সরকারি কোনো মন্ত্রণালয়, প্রতিষ্ঠানের সহযোগিতা লাগে সেটা অবশ্যই নেয়া যাবে। কিন্তু মালিকানা হস্তান্তর করা যাবে না।

বিশ্ববিদ্যালয়ের ৪৯১ তম সিন্ডিকেটে বড় কুঠি সংস্কৃত মন্ত্রণালয়ের কাছে মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রথম থেকেই প্রতিবাদ জানিয়ে আসছেন শিক্ষকরা। এ সিদ্ধান্ত বাতিল করা না হলে বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছিল রাবি শিক্ষক সমিতি।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবির নতুন জনসংযোগ প্রশাসক প্রণব কুমার পাণ্ডে
৫ দিনে ‘বড়ে মিয়া ছোটে মিয়া’র আয় ১২৬ কোটি টাকা
সোলসের গানে মাতলো যুক্তরাষ্ট্র
ধর্ষণ মামলা : আ.লীগ থেকে বড় মনিরকে অব্যাহতি
X
Fresh