• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে কুমিল্লা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ জুলাই ২০১৯, ১৭:৪১
এইচএসসি পরীক্ষা
এইচএসসি পরীক্ষায় পাসের হারে এগিয়ে কুমিল্লা ।। ছবি: সংগৃহীত

চলতি বছর এইচএসসি পরীক্ষায় পাসের হার সবচেয়ে বেশি কুমিল্লা বোর্ডে। পাসের হার ৭৭ দশমিক ৭৪ শতাংশ। আজ বুধবার (১৭ জুলাই) প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

গত এক যুগে কুমিল্লা বোর্ডের ফলাফলে এবারই সর্বোচ্চ পাসের হার এটি। এর আগে ২০০৮ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৪ শতাংশ।

চলতি বছর কুমিল্লা বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছেন ২ হাজার ৩৭৫ জন। যা গত পাঁচ বছরে সর্বোচ্চ।

চলতি বছর ৯৪ হাজার ৩৬০ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং ৭৩ হাজার ৩৫৮জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়।

কুমিল্লা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মো: আসাদুজ্জামান বুধবার দুপুর ১টার দিকে বোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

ফলাফল বিশ্লেষণে বিভাগ অনুযায়ী পাসের শতকরা হার বিজ্ঞান বিভাগে ৮৮.৬৪ শতাংশ।

বোর্ডে শতভাগ পাস করেছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠান। একজনও পাস করেনি ৩টি কলেজে।

বিগত সময়ে কুমিল্লা বোর্ডে ইংরেজি ও আইসিটিতে ফলাফল বিপর্যয় হলেও এ বছর ইংরেজিতে পাসের হার ৮৫.৩৩ শতাংশ ও আইসিটিতে ৯৪.২৮ শতাংশ।

কুমিল্লা বোর্ডের অধীনে এ বছর ৬টি জেলার ৩৮৬টি কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।

গত বছরের তুলনায় এ বছর পাসের হার, জিপিএ-৫ ও শতভাগ পাসের শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে। গত বছর এ বোর্ডে পাসের হার ছিল ৬৫.৪২ শতাংশ, জিপিএ-৫ পেয়েছিল ৯৪৪ জন এবং এ বছর শতভাগ পাস করেছে এমন শিক্ষা প্রতিষ্ঠান ৩০টি, গতবার ছিল ১৪টি।

অপরদিকে গড় পাসের দিক দিয়ে মেয়েরা কিছুটা এগিয়ে আছে। ছেলেদের গড় পাসের হার ৭৭.১২ এবং মেয়েদের ৭৮.২৭ শতাংশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শুরু যেদিন
২০২৫ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন সিদ্ধান্ত
এইচএসসি পরীক্ষা যে সময়ে হতে পারে
ফেসবুকে এইচএসসি পরীক্ষার তারিখ, যা বলল শিক্ষা বোর্ড
X
Fresh