logo
  • ঢাকা রবিবার, ১৫ ডিসেম্বর ২০১৯, ১ পৌষ ১৪২৬

নওগাঁয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে ২০ গ্রাম প্লাবিত (ভিডিও)

নওগাঁ প্রতিনিধি
|  ১৭ জুলাই ২০১৯, ১৫:৫৩ | আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১৬:১৫
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নওগাঁর মান্দায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কসব, বিষ্ণপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়ে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

আজ ভোর রাতে উপজেলার চকবালু এলাকায় আত্রাই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ প্রায় ১৩০ ফিট ভেঙে গেছে। এতে বন্যাকবলিত এলাকায় ফসলিজমি তলিয়ে যায় ও পুকুরের মাছ ভেসে যায়। কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নওগাঁ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার জানান, মান্দা উপজেলার কসব, বিষ্ণপুর ও নুরুল্লাবাদ ইউনিয়নের প্রায় ২০টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে প্রায় লক্ষাধিক লোক পানিবন্দী হয়ে পরেছেন। বাঁধ টিকিয়ে রাখতে সকল প্রকার প্রস্তুতি রয়েছে।

এছাড়াও মান্দা উপজেলার আত্রাই নদীর বিপদসীমার ৯০ সেন্টিমিটার ও পত্নীতলা উপজেলার শিমুলতলীর ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়া পরিষ্কার হলে আগামী বৃহস্পতিবার থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে।

পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়