• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দেশের উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৭ জুলাই ২০১৯, ১৪:৫১
বহ্মপুত্র-যমুনা-ধরলা
ফাইল ছবি

দেশের উত্তর ও উত্তর-মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এরইমধ্যে ১৩টি জেলার কয়েক লক্ষ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের মধ্যাঞ্চলে বন্যার পানি আরও বাড়বে বলে জানিয়েছে, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বুধবার সকালে বহ্মপুত্র-যমুনা-ধরলাসহ ১৪টি নদীর পানি ২৩টি পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সতর্কীকরণ কেন্দ্র জানায়, এসব নদীর পানি বৃদ্ধির ধারা আরও অন্তত একদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এদিকে জামালপুরে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে, ১শ’ ৫৯ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছে। এতে জেলার ছয়টি উপজেলার চার লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। গাইবান্ধায় বাঁধ ভেঙে সদর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নওগাঁর মান্দায় আত্রাই নদীর বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছে।

গত কয়েকদিনে জামালপুর ও কুড়িগ্রামে পানিতে ডুবে শিশুসহ ১৫ জন মারা গেছে। তলিয়ে গেছে ফসলী জমি। বন্ধ হয়ে গেছে বহু শিক্ষা প্রতিষ্ঠান। দুর্গত এলাকায় খাবার, বিশুদ্ধ পানি ও পশু খাদ্যের সংকট দেখা দিয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জামালপুরে ট্রাকচাপায় সাবেক সেনাসদস্যের মৃত্যু
জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কুমিল্লায় উদ্ধার হওয়া লাশটি জামালপুরের কাউন্সিলরের
হত্যা মামলায় ৫ জনের আমৃত্যু কারাদণ্ড
X
Fresh