• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

রূপপুর বিদ্যুৎ প্রকল্পে ৩৬ কোটি টাকা গরমিলের সত্যতা মিলেছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৬ জুলাই ২০১৯, ০৩:৩৯
রূপপুর
রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প

পাবনার রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্প এলাকায় কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় আসবাবপত্র অস্বাভাবিক মূল্যে ক্রয় দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গণপূর্ত মন্ত্রণালয়ের তদন্ত কমিটি এ সত্যতা পায়।

‘বালিশকাণ্ড’ বলে পরিচিত প্রকল্পের ক্রয়কৃত মালামালের প্রকৃত মূল্য অপেক্ষা ৩৬ কোটি ৪০ লাখ টাকা বেশি দেখানো হয়েছে।যা সরকারকে ফিরিয়ে দেয়ার সুপারিশ করেছে তদন্ত কমিটি।

সোমবার এক হাজার পৃষ্ঠার অধিক এ প্রতিবেদন জমা দেয়া হয় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে।

তদন্ত প্রতিবেদনটি আগামী ২১ জুলাই হাইকোর্ট বেঞ্চে দাখিল করা হবে। বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি মো. সোহরাওয়ার্দীর নেতৃত্বাধীন বেঞ্চ প্রতিবেদনটির শুনানি করবেন।

এসজে/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh