• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

নেত্রকোনায় তিন শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

নেত্রকোনা প্রতিনিধি

  ১৫ জুলাই ২০১৯, ১৮:৪২

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গত ৬ দিনের টানা বৃষ্টিতে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

বৃষ্টি অব্যাহত থাকায় জেলার প্রধান নদী সোমেশ্বরী, কংস, ধনু ও উব্ধাখালিতে পানি বেড়েছে। এসব নদীর পানি এখনও বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেই সঙ্গে কলমাকান্দা, দুর্গাপুর ও বারহাট্টা উপজেলায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে।

এদিকে জেলার বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

স্থানীয় জনগণ ও প্রশাসন সূত্রে জানা গেছে, গেল শুক্রবার রাতভর বৃষ্টিতে কলমাকন্দায় নতুন করে আরও ১২টি গ্রাম প্লাবিত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট ৩৪৩টি গ্রামের মধ্যে ২৬২টির প্রায় ৭৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।