• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পদ্মার তীর রক্ষা বাঁধের কাজ দ্রুত এগিয়ে চলায় স্বস্তিতে শরীয়তপুরবাসী (ভিডিও)

আরটিভি অনলােইন রিপোর্ট

  ১৪ জুলাই ২০১৯, ২২:৫৬

পদ্মার তীর রক্ষা বাঁধের কাজ দ্রুত এগিয়ে চলায় কিছুটা স্বস্তিতে আছেন শরীয়তপুরের ভাঙ্গন প্রবণ এলাকার মানুষ। ভাঙ্গন রোধে জরুরী ব্যবস্থা হিসেবে নড়িয়া উপজেলার সুরেশ্বর থেকে জাজিরা উপজেলার সফি কাজির মোড় পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকা জুড়ে পদ্মা পাড়ে রাতদিন চলছে জিওব্যাগ ডাম্পিং ও ব্লগ তৈরির কাজ।

চার বছর মেয়াদি প্রকল্পের ২০ শতাংশ কাজ সম্পন্ন হলেও জরুরী ভাঙ্গন রোধে জিওব্যাগ ডাম্পিংয়ের কাজ হয়েছে ৯০ শতাংশ। প্রকল্পের কাজ পরিদর্শন করতে গিয়ে নোয়াখালী-২ আসনের এমপি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম বলেন, গুণগত মান শতভাগ ঠিক রেখে ঠিকাদারী প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপ প্রকল্পের কাজ করে যাচ্ছে। আমরা অত্যন্ত যত্নসহকারে কাজ এগিয়ে নিচ্ছি এবং এ কাজটি যখন শেষ হবার কথা আমরা তার আগেই শেষ করে দিচ্ছি।

তিনি বলেন, বাঁধের কাজ দ্রুত এগিয়ে চলায় ভাঙ্গনের হাত থেকে এবার রক্ষা পাবেন শরীয়তপুরের মানুষ। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এই প্রকল্পের প্রতি সব সময় লক্ষ্য রাখছেন।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh