• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গান্ধী আশ্রমকে আন্তর্জাতিক মানের করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

নোয়াখালী প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৯, ১৯:২৪
গান্ধী আশ্রম

মুক্তিযুদ্ধমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, মহাত্মা গান্ধীর শান্তি, সম্প্রীতি ও অহিংসার চেতনা আমাদেরকে সব সময় ধারণ করতে হবে। সমাজে নানা অবক্ষয় রোধে এ চেতনার বিকল্প কিছু নেই। তাই গান্ধী আশ্রমকে আন্তর্জাতিক মানের করতে সরকার পাশে থাকবে।

আজ শুক্রবার দুপুরে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার জয়াগ গান্ধী আশ্রমে সদ্যপ্রয়াত গান্ধী আশ্রমের সচিব, একুশে পদকপ্রাপ্ত শ্রীমতি ঝর্ণাধারা চৌধুরীর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গান্ধী আশ্রম বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান সাংবাদিক স্বদেশ রায়ের সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনার শ্রীমতি রীভাগাঙ্গুলী দাশ, বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. মুনতাসীর মামুন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান, স্থানীয় সংসদ সদস্য এইচএম ইব্রাহিম, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. জামালউদ্দিন আহমেদ এফসিএসহ আরো অনেকে।

প্রসঙ্গত, বেগম রোকেয়া ও ভারতের পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত শ্রীমতি ঝর্ণাধারা চৌধুরী গত ২৭ জুন ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দেশের মানুষ সুখে থাকুক বিএনপি তা চায় না : মুক্তিযুদ্ধমন্ত্রী
X
Fresh