• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রংপুরে পানিবন্দি পাঁচ হাজার পরিবার

রংপুর প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৯, ১৫:৩৬
পানিবন্দি, ঢল, পাহাড়ি
ছবি: সংগৃহীত

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও গেল কয়েকদিন থেকে অব্যাহত ভারি বৃষ্টিতে তিস্তা নদী সংলগ্ন নিম্নাঞ্চলে সৃষ্টি হয়েছে বন্যার।

বর্তমানে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদ সীমার ১০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে গঙ্গাচড়া উপজেলার সাতটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে হাজার হাজার একর ফসলি জমি, রাস্তাঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও মন্দির। পানিবন্দি পরিবারগুলো রান্না না করতে পেরে শুকনো খাবার খেয়ে মানবেতর জীবন যাপন করছেন।

এছাড়াও গবাদী পশু নিয়ে চরম দুর্ভোগে রয়েছে তারা। উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের চর ইচলি, শংকরদহ, বাগেরহাট, জয়রাম ওঝা, চল্লিশশাল, কোলকোন্দ ইউনিয়নের চর মটুকপুর, চিলাখাল, বিনবিনা গঙ্গাচড়া সদরের ধামুর, মর্ণেয়া ইউনিয়নের ছোট রুপাই, রামদেব, কামদেব, নরসিংহ, নীলারপাড়, আলমবিদিতর ইউনিয়নের হাজীপাড়া, ব্যাঙপাড়া, নোহালী ইউনিয়নের মিনাবাজার, চর বাগডহড়া ও চর নোহালী গ্রামের প্রায় পাঁচ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে পানিবন্দি পরিবারগুলোকে সহযোগিতা করা হয়নি।