• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এখনও বন্ধ বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ

বান্দরবান প্রতিনিধি

  ১২ জুলাই ২০১৯, ১১:২৫
পানি, সড়ক, যোগাযোগ
পানির নিচে বান্দরবান শহর

বান্দরবানে গেল এক সপ্তাহ ধরে চলতে থাকা ভারি বর্ষণ এখনও অব্যাহত রয়েছে। টানা এই বর্ষণের ফলে পাহাড়ি অঞ্চলের মানুষের জনজীবন বিপন্ন হয়ে পড়েছে।

বান্দরবান-চট্টগ্রাম সড়কের সাতকানিয়া বাজালিয়া এলাকার প্রায় আধা কিলোমিটার সড়ক তলিয়ে যাওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে।

সড়কে যানবাহন আটকা পড়ে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। নৌকায় করে বান্দরবান ও চট্টগ্রামগামী লোকজন চলাচল করছেন। অনেকে চলছেন ভ্যানে করে। এখনও বান্দরবানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

বান্দরবান-রাঙামাটি সড়ক পানিতে তলিয়ে যাওয়ায়-রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।