• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ধসের আতঙ্কে খাগড়াছড়ির সহস্রাধিক মানুষ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১২ জুলাই ২০১৯, ১০:৪৬

চলছে বর্ষা মৌসুম। এই সময় ঝুঁকিতে আছেন খাগড়াছড়ি জেলায় পাহাড়ের পাদদেশে বসবাসকারী এক হাজারের বেশি পরিবার। বিশেষ করে শহরের কলাবাগান, নেন্সিবাজার, মোল্লাপাড়া, সবুজবাগসহ বিভিন্ন এলাকায় যেকোনও মুহূর্তে পাহাড় ধসে ক্ষয়ক্ষতি হতে পারে জানমালের।

তবে স্থানীয়দের অভিযোগ, প্রতি বছর বর্ষা এলে প্রশাসন নড়েচড়ে বসলেও সারা বছর তেমন নজরদারী থাকে না। যে কারণে দুর্ঘটনা ঘটলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যায়।

বিশিষ্টজনরা বলছেন, পাহাড়ে অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণ বেড়ে চললেও প্রশাসনের কোনও পদক্ষেপ দেখা যায়নি।

এ প্রসঙ্গে খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সদস্য আবু দাউদ বলেন, বিভিন্ন অঞ্চলের মানুষ ঝুঁকির মধ্যে আছে। দ্রুত পাহাড় ধস রক্ষা না করা গেলে অদূর ভবিষ্যতে বড় ক্ষতি হতে পারে।

ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পুনর্বাসনে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম। তিনি বলেন, ত্রাণ মন্ত্রণালয় থেকেও উদ্যোগ নেওয়া হচ্ছে। বিভিন্ন পদক্ষেপ নিয়ে সরকার ভুক্তভোগীদের পুনর্বাসন করার উদ্যোগ নিচ্ছেন।

তবে শুধু প্রতিশ্রুতি নয়, উদ্যোগের বাস্তবায়নও দেখতে চান স্থানীরা।

জিএ/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পানছড়িতে রাতের আঁধারে করাত কলে আগুন
পাবলিক টয়লেটের সামনে পড়ে ছিলো নবজাতকের মরদেহ
খাগড়াছড়ির সব ব্যাংকে নিরাপত্তা জোরদার
খাগড়াছড়িতে ৪ চোরাই মোটরসাইকেলসহ আটক ২ 
X
Fresh