• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রাস্তা সংস্কারের দাবিতে জয়পুরহাটে সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট

জয়পুরহাট প্রতিনিধি

  ১১ জুলাই ২০১৯, ১৯:৩০
ধর্মঘট, পরিবহন, শ্রমকি

রাস্তা সংস্কার দাবিতে জয়পুরহাটের সকাল-সন্ধ্যা পরিবহন ধর্মঘট শেষ হয়েছে। বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা জয়পুরহাট আন্তঃজেলার বিভিন্ন রাস্তা সংস্কারের দাবিতে মালিক-শ্রমিকদের ডাকে এ ধর্মঘট পালিত হয়

এতে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। ভারি যানবাহন চলাচলের কারণে রাস্তার বিভিন্ন স্থানে পিচ-খোয়া উঠে খানা-খন্দের সৃষ্টি হওয়ার ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

এছাড়াও আইনি বেড়াজালে জড়িয়ে পড়ছেন পরিহন মালিক ও শ্রমিকরা এবং গাড়ির যন্ত্রাংশ নষ্ট হয়ে যাওয়ায় আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। তাই রাস্তা সংস্কার ও মেরামতের দাবিতে দূরপাল্লা ও আঞ্চলিক বাস- ট্রাকসহ সকল প্রকার পরিবহন চলাচল বন্ধ রেখেছে তারা।

এদিকে, গাইবান্ধায় সাত দিন ধরে ঢাকা ও সিলেটগামী বাস চলাচল বন্ধ রয়েছে। হঠাৎ করেই দ্বিগুণ হারে চাঁদা আদায়ের অভিযোগে পরিবহন মালিকরা গত শুক্রবার থেকে এ ধর্মঘটের ডাক দেন। এর ফলে বিপাকে পড়েছেন বাসযাত্রী ও পরিবহন শ্রমিকরা। তবে গাইবান্ধা থেকে চট্টগ্রামগামী সাধারণ বাস চলাচল করছে। এভাবে চাঁদা আদায় বন্ধ না হলে ধর্মঘট অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।