• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে খাগড়াছড়ির নিচু এলাকা

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১১ জুলাই ২০১৯, ১৬:২৯
পাহাড়ি, ঢল, বর্ষণ

গেল কয়েক দিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির নিচু এলাকাগুলো প্লাবিত হচ্ছে।

তবে বৃহস্পতিবার সকাল থেকে চেঙ্গী নদীর পানি কমতে শুরু করলেও অপরিবর্তিত রয়েছে মাইনী নদীর পানি।

বৃষ্টি অব্যাহত থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হওয়ার শঙ্কা রয়েছে।

গেল পাঁচ দিনে খাগড়াছড়িতে ৩৪২ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে জেলার ৩৮টি আশ্রয়কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে প্রায় তিন হাজার পানিবন্দি মানুষ আশ্রয় নিয়েছে।

সেখানে খাবারসহ বিশুদ্ধ পানি সরবরাহ করছে প্রশাসন। এদিকে খাগড়াছড়ির মধুপুর এলাকায় টানা বৃষ্টির কারণে দোকানপাটসহ সড়কের একটি অংশ ধেবে গেছে। দীঘিনালা-মেরুং সড়কের বড়মেরুং এলাকায় স্ট্রিলব্রিজ নামক সড়ক ডুবে যাওয়ায় মেরুং এবং লংগদুর সঙ্গে দীঘিনালার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। পানছড়ির দুদুকছড়া ব্রিজে ফাটল দেখা দিয়েছে। এদিকে পাহাড় ধসের শঙ্কায় ঝুঁকিতে বসবাসরত কিছু পরিবারকে সরিয়ে নিয়েছে প্রশাসন। এরইমধ্যে বেশকিছু স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটলেও কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুছড়াতে পাহাড়ধসে নিহত যোগেন্দ্র চাকমার পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে প্রশাসন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাঁদপুরে লঞ্চে আগুন, আতঙ্কে নদীতে ঝাঁপ যাত্রীদের 
বন্ধুদের সঙ্গে গোসল করতে নেমে আর ফিরল না সোহান
যমুনা নদী‌তে অষ্টমীর স্না‌নে পুণ্যার্থীদের ঢল
সোমেশ্বরী নদীতে নিখোঁজ তরুণের মরদেহ উদ্ধার
X
Fresh