logo
  • ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২০, ২১ জ্যৈষ্ঠ ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৫ জন, আক্রান্ত ২৪২৩ জন, সুস্থ হয়েছেন ৫৭১ জন: স্বাস্থ্য অধিদপ্তর

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে প্লাবিত হচ্ছে গ্রাম

রংপুর প্রতিনিধি
|  ১১ জুলাই ২০১৯, ১৫:২৯ | আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৫:৩৬
পানি, বন্যা, মানুষ
ছবি: সংগৃহীত
তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও পাহাড়ি ঢল ও অবিরাম বৃষ্টিতে রংপুরের চারটি উপজেলার পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।

রংপুরের গঙ্গাচড়া, কাউনিয়া, বদরগঞ্জ ও পীরগাছা  উপজেলার পাঁচটি গ্রামের ফসলি জমি ও রাস্তাঘাট তলিয়ে গেছে।

তিস্তার প্রবল স্রোতের কারণে লক্ষ্মীটারী হতে গঙ্গাচড়া যাওয়ার সংযোগ সেতু ভেঙে যাওয়ায় চারটি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষের সড়কপথে উপজেলা সদরে যাওয়ার ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। এছাড়া ভারি বৃষ্টির কারণে রংপুর নগরীর অনেক স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বাড়ছে দুর্ভোগ।

গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ, গজঘণ্টা, রাজবল্লভ, লক্ষ্মীটারী, আলমবিদিতর, নোহালী, মর্নেয়া ইউনিয়নের গ্রাম ও চরগুলোর প্রায় শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

অন্যদিকে কাউনিয়া, পীরগাছায় তিস্তা নদীর পানি বৃদ্ধির ফলে নদী তীরের অনেক এলাকা প্লাবিত হয়েছে। ঘাঘট নদীর অব্যাহত পানি বৃদ্ধির ফলে হুমকিতে রয়েছে নদী রক্ষাবাঁধ। বানভাসী মানুষদের মধ্যে জরুরি ভিত্তিতে শুকনো খাবার সরবরাহ করার দাবি এলাকাবাসীর।

জেবি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ৫৭৫৬৩ ১২১৬১ ৭৮১
বিশ্ব ৬৫৬৮৫১০ ৩১৬৯২৪৩ ৩৮৭৯৫৭
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়