• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

এখনো রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন, সকালের ট্রেনের যাত্রা বাতিল

আরটিভি অনলাইন

  ১১ জুলাই ২০১৯, ০৯:৪৭
রেল যোগাযোগ বিচ্ছিন্ন
এখনো রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

রাজশাহীর চারঘাটে হলিদাগাছির দিঘলকান্দি এলাকায় তেলবাহী একটি ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ আছে। এতে রাজশাহী থেকে আজ বৃহস্পতিবার (১১ জুলাই) সকালে সব ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে।

এদিকে তিনটি বগি এখন পর্যন্ত উদ্ধার করা হয়েছে। বাকী বগিগুলো উদ্ধার কাজ চলছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। বিকেল থেকে ট্রেন চলাচল শুরু হবে বলে আশা করছেন কর্তৃপক্ষ।

পশ্চিমাঞ্চল রেলওয়ের সুপারিন্টেনডেন্ট আবদুল করিম জানান, রাজশাহী থেকে সকালের আন্তঃনগর ট্রেন বনলতা, সাগরদাঁড়ি, সিল্কসিটি, কপোতাক্ষ ও বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনেরও যাত্রা বাতিল করা হয়েছে।

গতকাল বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে দিঘলকান্দি ঢালানের কাছে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। পরে রাত পৌনে ১০টার দিকে রিলিফ ট্রেন সেখানে পৌঁছালেও বৃষ্টির কারণে উদ্ধারকাজ শুরু করতে বিলম্ব হয়।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রংপুরের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন
X
Fresh