• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার রাব্বীর

বরগুনা প্রতিনিধি

  ১১ জুলাই ২০১৯, ০৫:১০
বরগুনা, রিফাত হত্যা
ছবি: সংগৃহীত

রিফাত শরীফকে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন রাফিউল ইসলাম রাব্বী।

বুধবার বিকেলে তাকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজীর আদালতে হাজির করা হয়।

এসময় ৫ দিনের রিমান্ড শেষ হওয়ায় মামলার আরেক আসামি টিকটক হৃদয়কে আদালতে হাজির করে তাকে আরও ৭ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

বিচারক তাকে ৫ দিনের রিমান্ডে নেয়া অনুমতি দেন। বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।

রিফাত ফরাজী নামের আরেক আসামিকে হত্যা মামলায় ৭ দিনের রিমান্ড শেষে অস্ত্র মামলায় তাকে আরও ৭ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এছাড়া কামরুল হাসান সাইমুন এবং আরিয়ান শ্রাবনকে ৫ দিন করে রিমান্ডে নিয়ে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছেন হুমায়ুন কবির।

বুধবার পর্যন্ত এই মামলার ১১ জন আসামি গ্রেপ্তার হয়েছে। প্রধান আসামি নয়ন বন্ড ২ জুলাই পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন।

গত ১ জুলাই এই মামলার আসামি অলি ও তানভীর; ৪ জুলাই চন্দন ও হাসান; ৫ জুলাই রাত সাগর ও নাজমুল হাসান এবং ১০ জুলাই রাফিউল ইসলাম রাব্বী আদালতে হাজির হয়ে রিফাতকে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দেন।

কে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাথরঘাটায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
বরগুনায় নির্বাচনী সহিংসতায় নিহত ১, আটক ৩
পাথরঘাটা থানার ওসি প্রত্যাহার 
X
Fresh