• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড় ধসের ঝুঁকিতে উখিয়া-টেকনাফের ৩৪ রোহিঙ্গা ক্যাম্প (ভিডিও)

টেকনাফ প্রতিনিধি

  ১০ জুলাই ২০১৯, ১৫:১৩

টানা বৃষ্টির কারণে বন্যা আর পাহাড় ধসের ঝুঁকিতে উখিয়া ও টেকনাফের ৩৪টি রোহিঙ্গা ক্যাম্প। গেল এক সপ্তাহে বাড়ির দেয়াল ধসে মারা গেছে একজন। ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েকশ ঘর-বাড়ি। স্থানীয় প্রশাসন বলছে, যে কোনো পরিস্থিতি সামাল দিতে, প্রস্তুত রয়েছে তারা।

দিন-রাত টানা বৃষ্টি নিয়ে টেকনাফে এসেছে বর্ষা। আতঙ্কে কাটছে উখিয়া-টেকনাফের প্রায় ৩৪টি ক্যাম্পে বসবাস করা ১২ লাখ রোহিঙ্গার জীবন। গেল মঙ্গলবার থেকে জাম্পতলী, থাইংখালী, বালুখালী ও কুতুপালং ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় ক্ষতি হয়েছে কয়েকশ বাড়ি-ঘর। গেল শুক্রবার কুতুপালং ক্যাম্পে নিজ ঘরের দেয়াল চাপায় মারা যায় এক রোহিঙ্গা নারী।

কক্সবাজার আবহাওয়া অফিস জানায়, গত কয়েকদিনে রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে কক্সবাজারে।

প্রশাসন জানিয়েছে, ঝুঁকি মোকাবিলায় যথেষ্ট প্রস্তুতি রয়েছে তাদের।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রবিউল হাসান জানান, দুর্যোগ পরিস্থিতি সামাল দিতে সাইক্লোন শেল্টারগুলোর পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে মসজিদ ও মাদরাসাগুলো।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ঘন ঘন হিট ক্র্যাম্প, যাদের ঝুঁকি বেশি 
উচ্চঝুঁকিপূর্ণ রুট পার হচ্ছে এমভি আবদুল্লাহ, পাহারায় ইইউ’র যুদ্ধজাহাজ
ঢাকার ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন সিলগালার নির্দেশ
পেঁয়াজ আমদানিতে আমাদের ঝুঁকি নিতে হয়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী
X
Fresh