• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

লালমনিরহাটে তিস্তার পানি আরও বেড়েছে

স্টাফ রিপোর্টার, লালমনিরহাট

  ১০ জুলাই ২০১৯, ১১:১২
তিস্তা, পানি, লালমনিরহাট

ভারত নিয়ন্ত্রিত গজলডোবা ব্যারেজের সবগুলো গেট খুলে দেওয়া, অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বুধবার সকালে ২০ সেন্টিমিটার নিচ দিয়ে তিস্তার পানি প্রবাহিত হচ্ছে।

যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে বলে পানি উন্নয়ন বোর্ড ও কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে।

এদিকে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় লালমনিরহাটের পাঁচটি উপজেলার তিস্তা নদী তীরবর্তী চরাঞ্চলগুলো বন্যার পানিতে প্লাবিত হয়েছে।

দেশের বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দেওয়া হয়েছে। তিন দিনের অবিরাম বৃষ্টি ও তিস্তার পানিতে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বহুল আলোচিত ছিটমহল আঙ্গরপোতা-দহগ্রামের চরসহ প্রায় পাঁচটি চর ডুবে গেছে। তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় হাতীবান্ধা উপজেলার দোয়ানীতে অবস্থিত দেশের সর্ববৃহত সেচ প্রকল্প তিস্তা ব্যারেজের অধিকাংশ গেট খুলে দিয়ে পানি নিয়ন্ত্রণ করা হচ্ছে।

তিস্তা ব্যারেজ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, মঙ্গলবার বিকেল থেকে তিস্তার পানি বাড়তে শুরু করেছে। বুধবার তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে তিস্তার পানি যেকোনো সময় বিপদসীমা অতিক্রম করতে পারে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
বাংলাদেশের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধির আহ্বান জানালেন চীনের কালচারাল কাউন্সিলর 
হিলিতে তীব্র গরমে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ
তাপ কমাতে দৈনিক ৪ লাখ লিটার পানি ছিটাচ্ছে ডিএনসিসি
X
Fresh