• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

নেত্রকোনা-কেন্দুয়া সড়কে কালভার্ট ভেঙে দুর্ভোগ

নেত্রকোনা প্রতিনিধি

  ১০ জুলাই ২০১৯, ১০:৪৭
কালভার্ট

নেত্রকোনা-কেন্দুয়া সড়কের ভরাপাড়া এলাকায় একটি কালভার্ট ভেঙে যেন মরণফাঁদে পরিণত হয়েছে। যে কোনো সময় দুর্ঘটনায় প্রাণহানি ঘটতে পারে।

কালভার্টটির এই করুণ দশার কারণে বেশ কিছুদিন ধরে নেত্রকোনা হতে কেন্দুয়া হয়ে সিলেট, চট্টগ্রামের বাসগুলো কেন্দুয়া সদরে আসতে না পেরে বালিজোড়া অথবা উলুয়াটি হয়ে সাহিতপুর দিয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। ফলে বাস-ট্রাকগুলো কেন্দুয়ায় আসতে না পারায় জনদুর্ভোগসহ মালামাল পরিবহনে চরম সংকটে পড়েছেন জনসাধারণ।

স্থানীয় বাসিন্দা বিল্লাল, হাদিছ, আমিনুলসহ অনেকে জানান, ব্যস্ততম কেন্দুয়া-নেত্রকোনা এই সড়কটি দিয়ে প্রতিদিন বাস ট্রাকসহ অসংখ্য যানবাহন চলাচল করে। কিন্তু কালভার্টটি ভেঙে পড়লে বছর খানেক আগে দুটি লোহার পাত দিয়ে পাটাতন দেওয়া হয়েছিল। সপ্তাহখানেক ধরে কালভার্টটির এই করুণ দশা সকলের নজরে পড়লেও সড়ক ও জনপথ বিভাগের নজরে তা পড়ছে না।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম তরফদারের সাথে কথা বললে তিনি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন বলে আরটিভি অনলাইনকে জানান।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
কুয়াকাটায় কালভার্ট ও খাল দখল করে স্থাপনা নির্মাণ
কালভার্টের নিচ থেকে উদ্ধার হওয়া সেই নবজাতক আর নেই
X
Fresh