logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

সমুদ্রে ট্রলারডুবি, ৬ মাঝি-মাল্লার মরদেহ উদ্ধার (ভিডিও)

কক্সবাজার প্রতিনিধি
|  ১০ জুলাই ২০১৯, ০৯:৪০ | আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৪:১৫
গভীর সমুদ্রে ট্রলারডুবির ঘটনায় ছয় মাঝি-মাল্লার মরদেহ উদ্ধার করা হয়েছে। সেইসঙ্গে একজনকে জীবিত উদ্ধার করা হয়।বুধবার ভোরে সি গাল পয়েন্ট থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশ সুপার জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে  আরটিভি অনলাইনকে জানান,  বুধবার ভোরে খবর পেয়ে সি গাল পয়েন্ট থেকে ছয়জনের মরদেহ ও একজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ সময় ভেঙে যাওয়া ট্রলাটিও উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে ঝড়ের কবলে পড়ে গভীর সমুদ্রে ট্রলারটি ডুবে যায়।

নিহত মাঝি-মাল্লা ও ট্রলারটি মিয়ানমারের বলে ধারণা করা হচ্ছে। জীবিত উদ্ধার হওয়া ব্যক্তিকে মুমূর্ষু অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি/পি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়