logo
  • ঢাকা সোমবার, ১৪ অক্টোবর ২০১৯, ২৯ আশ্বিন ১৪২৬

খাগড়াছড়িতে পাহাড় ধসে একজনের মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি
|  ০৯ জুলাই ২০১৯, ২২:২২ | আপডেট : ০৯ জুলাই ২০১৯, ২২:৩৯
খাগড়াছড়িতে পাহাড় ধস
দীঘিনালায় পাহাড় ধসে একজনের মৃত্যু ।। ফাইল ছবি
খাগড়াছড়িতে ভারী বর্ষণের ফলে পাহাড় ধসে যুগেন্দ্র চাকমা (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 

আজ মঙ্গলবার (৯ জুলাই) সন্ধ্যায় জেলার দীঘিনালা উপজেলার বাবুছড়া ইউনিয়নের দুর্গম উল্টাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 
যুগেন্দ্র স্থানীয় সুবধন চাকমার ছেলে। 

জানা যায়, সন্ধ্যায় ভারী বর্ষণে উল্টাছড়ি গ্রামের পাহাড়ের চূড়ায় থাকা যুগেন্দ্র চাকমাদের ৪টি বসত ঘর ধসে পড়ে। এসময় যুগেন্দ্র বাড়িতে ছিল। ঘরসহ ধসে পড়লে মাটি চাপায় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এতে বেশ কয়েকজন আহত হলেও তাদের অবস্থা গুরুতর নয়। তারা আত্মীয় বাড়িতে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। 

বাবুছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোস জীবন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলটি অনেক দুর্গম এলাকায়। তাই তাৎক্ষনিক যাওয়া সম্ভব নয়।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়